আমার শিক্ষা জীবনের প্রথম ওস্তাদ। আমি ক্লাস টু তে উঠেই পড়াশোনার ইতি টানি। আমার পরিবারের সবাই অনেক চেষ্টা করার পরেও আর স্কুলে যাইনি। সেই সময় স্যার আমাদের স্কুলে আসেন। আমি তখন স্কুল ছেড়ে শয়তানি আর খেলাধুলায় ব্যস্ত থাকি। স্যার যখন রাস্তা দিয়ে স্কুলে যান তখনও আমি খেলি। একদিন স্যার আমাকে থাবা দিয়ে ধরে বলেন স্কুলে চল। আমি বললাম আমি স্কুলে যাইনা। তারপরেও স্যার জুড় করে নিয়ে গেলেন। তারপর আমার বাবা আর ভাইকে বুঝিয়ে আবার স্কুলে নিলেন। স্যারের চেষ্টায় আমি প্রথম সাময়িক পরীক্ষা তে বই ছাড়া পড়েই প্রথম হই। এর পর আমার ভিতরে পড়াশোনার ভুত ঢুকে যায়। তারপর ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমার রোল এক নাম্বার। শেষে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় টেলেন্টপুলে সেরা পাঁচ মেধা তালিকায় স্থান পাই। আমার জীবনের সেরা শিক্ষক তিনি।
আজ হঠাৎ ফেইসবুকে এক বড় ভাই পোষ্ট করেন স্যার আর নাই 😭 দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা। নিজের মনকে ও বুঝাতে পারছিনা। সবাই কে মৃত্যুর সাধ গ্রহণ করতে হবে। আমি স্যারের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো স্যার কে জান্নাতের সর্বোত্তম মাকাম দান করেন। এবং স্যারের শোকাহত পরিবারের প্রত্যেক সদস্য কে আল্লাহ ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। ---------------
Source: Jamalganj24
0 comments:
Post a Comment